November 21, 2024, 4:16 pm
শিরোনাম:

বিচ্ছিন্নকৃত অবৈধ সংযোগঃ- আনুমানিক ১১,৩০০ টি

সাংবাদিকঃ
  • খবর প্রকাশিত সময়ঃ Sunday, March 17, 2024
  • 54 পড়েছেন:

তিতাস গ্যাস টি এণ্ড ডি কোম্পানি লিঃ এর গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকায় সপ্তাহব্যাপী মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট এর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অবৈধ গ্যাস লাইন/সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের সারসংক্ষেপঃ

স্থান: মধ্য বাউশিয়া, বক্তারকান্দি, ভবেরচর, আলীপুরা ভিটিকান্দি, নতুন চরচাষী, পুরান বাউশিয়া, ভবের চর কলেজ রোড, গজারিয়া, মুন্সিগঞ্জ।

স্পট সংখ্যাঃ-১৩ টি।

বিচ্ছিন্নকৃত লাইনের দৈর্ঘ্য: আনুমানিক ৩৪ কিলোমিটার।

বিচ্ছিন্নকৃত অবৈধ সংযোগঃ- আনুমানিক ১১,৩০০ টি আবাসিক, ৩ টি ঢালাই কারাখানা ৫টি রেস্টুরেন্ট ও ৫৯টি টি-স্টল।
প্রতিটি স্পটে উৎস পয়েন্ট হতে সংযোগ স্থায়ী বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ লাইন ও সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলমান রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর এই ক্যাটাগরিরঃ