বাংলাদেশের জহির রায়হান সময় নিয়েছেন ৪৮.২৯ সেকেন্ড, যা তার সেরা টাইমিংয়ের চেয়েও বেশি।ক্যারিয়ার সেরা পারফর্ম করেও প্রতিযোগিদের মধ্যে সবার পিছনে ছিলেন।প্রতিবার বুকভরা আশা নিয়ে অলিম্পিকে অংশগ্রহণ করে বাংলাদেশের ক্রীয়াবিদগণ।কিন্তু পদক সোনার হরিণ ই থেকে যায়।
বারমুদারর মত দেশ যেখানে দুটি পদক আদায় করেছে ইতোমধ্যে, বাংলাদেশের সেখানে পদক না পাওয়াটা লজ্জার বটে। বাংলাদেশ অলিম্পিকে পদক খরা কাটিয়ে পদক জিতুক এটাই আমাদের প্রত্যাশা।