ফরিদপুরের বাখুন্ডাতে নারী সমাবেশ।বিশেষ প্রতিনিধিঃরবিবার ৯ ই মার্চ বিকাল ৪ টার সময় সদর উপজেলার গেরদা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড(বাখুন্ডা)সরকারের ১৪ বছরের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব শামিম হক এর সহধর্মিনী মিসেস রুমানা হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জনাব৷ শাহ মোঃ ইশতিয়াক আরিফের সহধর্মিনী মিসেস রেহেনা পারভীন এবং পৌর মেয়র জনাব অমিতাভ বোসের সহধর্মিনী মিসেস শ্রাবনী বোস।
উক্ত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মোঃ এমার হক,গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব সৈয়দ গোলাম আইয়ুব হারিচ,সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক এবং সার্বিক সহযোগিতায় ছিলেন গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মোঃ এমার হক।
বক্তাগণ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে চতুর্থবার বর্তমান হাসিনা সরকারকে ক্ষমতায় এনে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এছাড়া আলোচনায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করেন।