যারা স্বদেশ ছেড়ে জীবন ও জীবিকার প্রয়োজনে বাইরের দেশে অর্থ আয়ের জন্য গমন করে তাদেরকে আমরা প্রবাসী বলি।’প্রবাসী’ শুনতে কেমন যেন মনে হয় আমাদের দেশের মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি।প্রবাসীদের কে বলা হয় রেমিটেন্স যোদ্ধা।দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য আমাদের প্রবাসীদের অবদান অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না।তবে আমাদের প্রবাসীদের অধিকার আজ অব্দি নিশ্চিত করতে পেরেছে কি আমরা??
বাবা-মা বউ-বাচ্চা,আপনজন প্রিয়জন রেখে, শুধুমাত্র আপন জনের মুখে হাসি ফোটানোর জন্য সর্বোচ্চ ত্যাগ করে অন্য দেশে অবস্হান করে।প্রবাসীদের মধ্যে অনেকেই আবার লাশ হয়ে বাড়ি ফিরে।সত্যিকার অর্থে আপনজন থেকে দূরে থাকবার যে কষ্ট আমি আপনি বুঝবো না যারা আমরা বাড়িতে থাকি। কেবলমাত্র তারাই বুঝবে যারা আপনজন প্রিয় জন রেখে বাইরের দেশে গমন করেন।
প্রবাসীদের সকল অধিকার নিশ্চিত হোক হয়রানি বন্ধ হোক, এটাই প্রত্যাশা আমাদের।