কোভিড-১৯ টিকা দানের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর করতে যাচ্ছে সরকার।শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। সে অনুযায়ী ১৮ বছর বয়সে টিকা নিতে সক্ষম হবেন বলে আশা করা যায়।টিকা নিবন্ধন এর শুরুতে ২৬ জনুয়ারি ২০২১ এর শুরুতে টিকা নিবন্ধন দেয়া হয়েছিল ৫৫ বছর বা তার বেশী বয়সীদের। পরবর্তীতে কমিয়ে ৪৪ বছর বয়স করা হয়। কিন্তু নিবন্ধন কম হওয়ায় এবং বেশী মানুষকে আওতায় আনতে পরবর্তীতে তৃতীয় পর্যায়ে ৩৫ থেকে ৩০ বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।বর্তমানে তাদের বয়স ৩০ বছর বা তার বেশি তাঁরাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করেছেন।আর এখন এ বয়সসীমা ৩০ থেকে ১৮ বছর করতে যাচ্ছে সরকার।