চলতি বছর এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষায় শুধু গ্রুপ ভিত্তিক যেমন বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে।থাকবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা।পরে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয় নম্বর যোগ করে ফল প্রকাশ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বিশ্বব্যাপী কভিড ১৯ মহামারীর কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।তবে তারা আশা করছেন এক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তিতে কোন রকমের নেতিবাচক প্রভাব পড়বে না।