সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরের সম্মানীত অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলি স্যার এর আজ শেষ কর্ম দিবস। দীর্ঘ পাঁচ বছরের সময়কালের চেয়ে বেশি এই কলেজের উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবে তাঁর দায়িত্বকাল শেষ করতে যাচ্ছেন। এর পূর্বে তিনি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও বিভাগে কর্মরত ছিলেন। এই কলেজের সামগ্রীক উন্নয়নে তার ব্যাপক অবদান যা বলে শেষ করা সম্ভব নয়। দীর্ঘদিনের অচল রুকসুকে তিনি সচল করতে সক্ষম হয়েছিলেন, তার আমলেই একটা ছয়তলা ভবন, একটা দশ তলা ভবন হয়েছে, রাজেন্দ্র কলেজের জমিজমা সংক্রান্ত বিষয়ে ভূমিকা রেখেছেন, বায়তুল আমানে বাউন্ডারি দেয়াল,নতুন রাস্তা, পুকুর খনন সহ নানা উন্নয়ন তিনি করেছেন। অনেক গুণে গুণান্বিত এই ব্যক্তি তিনি একাধারে কবি, আইনবিশারদ ও রাজনীতি বিশ্লেষক। এই মহান ব্যক্তিটিকে আজ কলেজ থেকে বিদায় সম্মাননা দিবে। আমি মনে করি এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করে সকলকে তার অবদানের কথা জানানো উচিত। শিক্ষা ক্যাডারে তার যে অবদান সেটা সকলের জানা দরকার। কিছুদিন পূর্বে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবর রহমান স্যারের বিদায় সমগ্র জাতি দেখেছে। রাজেন্দ্র কলেজের শিক্ষার অভূতপূর্ব মানোন্নয়নের জন্য এই মহান মানুষটিকে জানাই কৃতজ্ঞতা এবং শিক্ষকদের পেশাভিত্তিক উন্নয়ন ও তাদের যথাযথ মূল্যায়নের জন্য গভীর শ্রদ্ধা। আপনার পরবর্তী জীবন ভালো কাটুক। শুভকামনা সবসময়।