January 22, 2025, 4:54 pm

অভিজানে গিয়ে আটকে পড়ে এস আই এর মৃত্যু

জনতারদাবি অনলাইন
  • খবর প্রকাশিত সময়ঃ Friday, January 17, 2025
  • 5 পড়েছেন:

আসামি ধরতে গিয়ে ইটভাটার চুল্লিতে পড়ে দগ্ধ হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক মেহেদী হাসান এর মৃত্যু।

বরগুনা সদর উপজেলার চর কলোনী গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে মেহেদি হাসান।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, গত ৬ জানুয়ারি রাতে বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে পড়ে যান এসআই মেহেদি হাসান। তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে ওপরে উঠান। ততক্ষণে শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি মারা যান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর এই ক্যাটাগরিরঃ