শেষ বারের মত আপনজন,দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খী এবংএলাকাবাসী সকলের শ্রদ্বা ও ভালবাসায় সিক্ত হলেন নওশের আলী মিয়া।ফরিদপুর সদর উপজেলার অন্তর্গত,১১নং গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নওশের আলী মিয়া গতকাল(বৃহস্পতিবার)বিকাল ৪ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে গেরদা ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।
আজ শুক্রবার তাকে বাখুন্ডা পূর্বপাড় হাইস্কুলস্হ ঈদগাঁহ কবরস্হানে সমাহিত করা হয়।তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন কোতায়ালী থানা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মাষ্টার, ফরিদপুর পৌরসভা মেয়র বাবু অমিতাভ বোস,থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী,গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম আইয়ুব হারিচ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া,গেরদা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,বাখুন্ডা হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ওমর ফারুক,সহকারী শিক্ষকগণ,ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী যথাক্রমে রবিউল আলম নসরু এবং নাঈমুর রহমান নাঈম সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।জানাজা নামাজে ইমামতি করেন বাখুন্ডা বাজার মসজিদের ইমাম সাখাওয়াত হোসেন।