,
মোটামুটি টাকা ইনভেস্ট করলে, একটা লাইভ বেকারি করলে যেখানে নানান রকমের ব্রেড তৈরি হবে। এই লাইভ বেকারির ব্রেড কিভাবে তৈরি হয়, মানুষ যেনো সামনে দাড়িয়ে দেখতে পারে, ফ্রেশ ব্রেড দাড়িয়ে থেকে কিনবে পারে।
দোকানের সামনে দিয়ে যারা যাবে, ব্রেড আর বাটারের ফ্লেভারে গরম গরম কিনে খাবে।পরিবারের জন্য কিনে নিয়ে যাবে। এটা জেলা উপজেলা পৌরসভা ও যেকোনো শহর বন্ধরে খুলতে পারেন।খুবই ভালো রেসপন্স পাওয়া যাবে কারণ লোকাল বেকারি নিয়ে মানুষের একটা নেগেটিভ ধারণা আছে, আপনি যদি সেই মজাদার সব ব্রেড, সামনেই লাইভ বানিয়ে দেন তাহলে তো দারুন হয়।
কাস্টমার খুশি মনে কিনবে,
জায়গা পজিশন আর পরিচালনার উপর ইনকাম নির্ভর করে।