আজ সোমবার ৩০-৮-২১ বিকালে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে ১৫ ই আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব আইভি মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু প্রমুখ।১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় সঞ্চালক ছিলেন সাহানা আক্তার, সাথে অ্যাড.অনিমেষ রায়(দপ্তর সম্পাদক , জেলা আওয়ামীলীগ)।
বক্তারা এ সময় বলেন, ১৫ আগস্ট এর জঘন্যতম হত্যাকান্ড সৃষ্টি না হলে এই দেশ বহু আগে সোনার বাংলাদেশে রুপনিতো।বিএনপিও স্বাধীনতাবিরোধী চক্র সেই স্বপ্নকে ভূলন্ঠিত করেছে।আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসান নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যেমনটি বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছে আর অর্থনৈতিক মুক্তি দিয়েছে তারই কন্যা শেখ হাসিনা।
তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল যারা এখনো দেশের বাইরে পালিয়ে আছে অবশ্যই তাদের দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।