ফরিদপুরে ১৫ আগষ্টের জন্য তৈরী তোরণ থেকে ব্যানার ছিড়ে ফেলা হলো।তোরণটি নির্মিত হয়েছিল ফরিদপুর শহরের প্রানকেন্দ্র জনতা ব্যাংকের আগে হাসিবুল হাসান লাবলু সড়কের মাথায়।জেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান কতৃক নির্মিত তোরণ থেকে দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সম্মিলিত ব্যানারও ছিড়তে কন্ঠাবোধ করেন না।
শোকের মাসে এরকম ঘৃনিত কাজের নিন্দা জানিয়ে মরহুম শ্রমিক নেতা হাসিবুল হাসান লাবলুর ছেলে এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল হাসান প্লাবন ফেসবুকে একটা পোস্ট করেন।সেখানে বিভিন্ন মানুষ এই ঘৃনিত কাজের নিন্দা জানিয়েছেন।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ মন্তব্যে লিখেছেন, রাজনীতির যারা ক্রীড়নক, তাদেরকে বলতে চাই, এসব করে কাউকে রাজনীতির মাঠ থেকে সরানো যায়না। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়। একই কায়দায় স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার গেটটিও ছিঁড়ে ফেলেছে। ওরা ব্যাক্তি আক্রোশ খাটাতে গিয়ে বঙ্গবন্ধুর ছবিটিও ছিড়ে ফেলেছে। তাও আবার এই শোকের মাসে। ফরিদপুরের রাজনীতিতে আগে কোনদিন এমন দেখিনি। ওরা বঙ্গবন্ধুর খুনীদের দোসর। ওদের এখনি আইনের আওতায় আনা দাবী জানাই।