রবিবার (১৫ই আগস্ট) রাত ০৭টা ৩০ মিনিটে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে বাংলাদেশ ছাত্রলীগ নগরকান্দা উপজেলা শাখার নেতা-কর্মীরা হাতে মোমবাতি প্রজ্বলন জড়ো হন। পরে নগরকান্দা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
মৌন মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগ নগরকান্দা উপজেলা শাখার সভাপতি চয়ন কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ফারহান। এসময় আংশিক কমিটির সদস্যরা ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।