আজ রবিবার ফরিদপুর জজকোর্ট প্রাঙ্গনে ফরিদপুর জেলা ও ফরিদপুর মহানগর বিএনপির সমাবেশে পুলিশ বাধা দেয়। তখন পুলিশ ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা এবং সদস্য সচিব কিবরিয়া স্বপনকে গ্রেফতারের চেষ্টা চালায়। এক পর্যায়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপনকে পুলিশ ভ্যানে উঠানোর চেষ্টা করে। ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল হুংকার দিয়ে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে আনার চেষ্টা করে।
প্রথমে পুলিশ শহিদুল ইসলাম বাবুলকে আটকানের অনেক চেষ্টা করে কিন্তু তাকে আটকে রাখতে পারেনি।বাবুল পুলিশকে বলেন, “আমার উপস্থিতিতে আমার সহকর্মীকে আপনারা কিছুতেই নিতে পারবেন না।” তিনি সব পুলিশের ভিতর থেকে কিবরিয়া স্বপনকে ছিনিয়ে আনে। এ সময় পুলিশের সামনেই আওয়ামী লীগের লোক তাদের উপর হামলা চালায়। হামলায় শহিদুল ইসলাম বাবুল, মোদেররেস আলী ইসা, এ কে কিবরিয়া স্বপন, সজীব ঘোষ সহ মোট ৩৫ জন আহত হয়।