সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বারক পেলেন ফরিদপুর সদর উপজেলার ১১ নং গেরদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন।গত ৮ ফেব্রুয়ারি,মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা শিশু কল্যাণ মিলনায়তনে “বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি”এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি সম্মাননা-২০২২ ফরিদপুর গেরদা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আরিফ হোসেনকে প্রদান করা হয়।চেয়ারম্যান আরিফ হোসেন অনূভুতি ব্যক্ত করতে যেয়ে বলেন,’আমার বাবা জীনদ্দশায় দীর্ঘদিন (৩ বার)গেরদা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।প্রাইমারি, হাইস্কুল,কলেজসহ গেরদা ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে আমৃত্যু বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে গেছেন।আমি গেরদা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে বাবার পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছি মাত্র।সবাই আমার জন্য দোয়া করবেন”।