ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি চয়ন কুমার মন্ডললে নিয়ে সম্প্রতি জাগোনিউজ২৪.কম প্রকাশিত নিউজ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন চয়ন কুমার মন্ডল।জাগোনিউজে দেখানো হয়েছে যে চয়ন ভাঙ্গা কলেজের ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক।এ নিউজকে প্রত্যাখান করে চয়ন ফেসবুকে পোস্টকৃত ভাঙ্গা কলেজ ছাত্রদলের প্যাডে অরজিনাল কমিটির জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরকৃত কমিটির ছবি দেখান।চয়ন আরো দাবি করে বলেন,জাগো নিউজে প্রকাশিত যে ছাত্রদলের কমিটি দেখানো হয়েছে তা স্ক্যান করা।প্রতিপক্ষ মিথ্যা তথ্য ও টাকা দিয়ে নিউজ করিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বলেন,চয়ন উড়ে এসে জুড়ে বসে ছাত্রলীগের পদ পাননি।২০০১ সালে যখন বিএনপি জামায়াত ক্ষমতায় আসে চয়নদের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।এবং সে আওয়ামী পরিবারের সন্তান।আর তার নগরকান্দা উপজেলা ছাত্রলীগের প্রতিটি কার্যক্রমে চয়নের ভুমিকা ছিলো অপরিসীম।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যক্তিগত সহকারী ফারজানা খান রিনির সাথে যোগাযোগ করলে, তিনি জানান আমার ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান চয়ন কুমার মন্ডল নামে কোনো ব্যক্তি আমাদের ছাত্রদলের কমিটিতে নেই।এমন কি চয়ন কুমার মন্ডল নামে কোনো জীবন বৃত্তান্ত আমাদের কাছে জমা পড়ে নাই।তিনি আরো জানান ইমদাদুল হক মন্ডলকে এডিটিং করে চয়ন কুমার মন্ডল নাম বসানো হয়েছে।