প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন অভিনয় শিল্পী ইমন এবং চিত্রনায়িকা আইরিন।তাদের দেখা যাবে ‘কাগজ দ্যা পেপার’ছবিতে ছবির স্ক্রিপ্ট-থ্রিলার-এ্যাকশন-রোমান্টিকধর্মী।ঈদের পরপরই ছবির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউন এর কারণে তার হয়নি শেষ হলে ঢাকা ও রংপুরে ছবিটির টানা শুটিং চলবে বলে জানা গেছে।