নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ১১ নং গেরদা ইউনিয়ন যুবলীগের উদ্যােগে সোমবার বিকেল ৪ টায় বাখুন্ডা কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় গেরদা ইউনিয়ন যুব-সমাজের পক্ষে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা মোঃ রবিউল আলম নসরু।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক জি এস-সাবেক ভি পি ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জনাব জিয়াউল হাসান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম আইয়ুব হারিচ, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা নাঈম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর কোতয়ালী,শহর ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ।