ফরিদপুর শহরের বাইতুল আমানে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
জানা গেছে আজ বেলা আনুমানিক ২:৩০ টায় ফরিদপুর শহরস্থ বাইতুল আমান রেলওয়ে স্টেশনের নিকট ট্রেনে কাটা পড়ে এক হিন্দু মহিলা মৃত্যু বরণ করেছে।
তার বয়স আনুমানিক (৩০-৩৫) বছর।
এলাকাবাসী কেউ তাকে চেনে না বলে জানায়। এ ব্যাপারে পুলিশকে অবহিত করেছে এলাকার জনগণ। তার লাশ এখনো রেল স্টেশনে পড়ে আছে।