ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রোববার সকাল থেকে ৫০০ শত টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়। ফরিদপুর আওয়ামী লীগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীক হক জানান, পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয় সামর্থ্যের কথা বিবেচনা করে এ ডা. নাহিদ উল হকের প্রচেষ্টায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের আলীপুরে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে প্রতিদিন বিক্রি করা হবে এই গরুর গোস্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণর সম্পাদক শাহ মোহম্মদ ইশতিয়াক আরিফ,মিসেস ঝর্না হাসান(এম পি),জেলা যুবলীগের আহবায়ক জিয়ায়ুল হাসান মিঠু,শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির,মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারন জনগন এরকম ব্যতিক্রম আয়োজনকে সাধুবাদ জানিয়েছে।