
আজ ২৫ জুলাই, ২০২৩। যুবকের নাম পৃথু। ফরিদপুর শহরের ওয়্যারলেস পাড়ার বাসিন্দা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজে ‘বোটানি’ বিভাগের একজন ছাত্র।
আনুমানিক রাত ২টার দিকে বন্ধুর বোন কে রক্ত দিতে আলিপুর ব্রীজ দিয়ে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে অপরিচিত একদল এসে তাঁকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতেই নিহত হন পৃথু নামের কলেজছাত্র।
পূর্বের কোনো শত্রুতা নাকি ছিনতাই জনিত কারণে খুন হলেন তিনি, এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।
বিশেষ প্রতিনিধি, জনতার দাবী।
সাগর আহমেদ