ফরিদপুর জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবসের প্রস্তুতি সভা সম্পন্ন হল।সভায় গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ গোলাম আইয়ুব (হারিচ)এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।প্রস্তুতি সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (আতিক)।সভার শুরুতে ১৫ ই আগষ্টের বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরণে এবং গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সদ্য প্রয়াত নওশের আলী মিয়ার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কোরআন খতম,দোয়া মাহফিলের ও দুস্হদের মধ্যে খাবার বিতরণের।
এসময় আরো উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা যুবলীগের সাবেক সেক্রেটারি শাহ্ মোঃ এমার হক,থানা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অখিল চন্দ্র দাস,থানা আওয়ামী লীগের সদস্য মোঃ কামাল চোকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম খন্দকার, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি ছব্দুল জমাদার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ মাকসুদ আলী বিদু,ইউনিয়ন যুবলীগের রবিউল আলম(নসরু) এবং নাঈমুর রহমান (নাঈম)সহ অন্যান্য নেতৃবৃন্দ।