বিমান থেকে ফেলা ত্রাণের প্যালেট মাথায় পড়ে ফিলিস্তিনের গাজায় ১৫ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল শনিবার (৯ আগস্ট) এ ঘটনা ঘটেছে।
দখলদার ইসরায়েলের বর্বরতা ও অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ বিমান থেকে ত্রাণ ফেলছে। কয়েকদিন আগেও এই ত্রাণ পড়ে এক নার্সের মৃত্যু হয়। আর গতকাল প্রাণ হারাল ১৫ বছরের শিশু।
সামাজিকমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আলজাজিরা ভিডিওটি যাচাই করে এটির সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কথিত নেতজারিম করিডোরের কাছে মাথায় ত্রাণ পড়ার পর এক বালকের রক্তমাখা দেহ ধরাধরি করে নিয়ে যাচ্ছেন কয়েকজন।