কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। মান্নাদের সেই সারা জাগানো গানের,
কাগজের রিপোর্টার মঈদুল ও আজ আর নেই। গত ২৩/০৭/২০২১ এ ঢাকার এ্যাপোলো হাসপাতালে জীবন যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরন করেন।
উপমহাদেশের কোটি কোটি মানুষের কাছে পরিচিত এই নামটি। কাগজের রিপোর্টার “মঈদুল।” তাকে আর রিপোর্ট করতে হবেনা আজ সে নিজেই কাগজের শিরোনাম। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাকে। এইগানের মধ্যেই বেচে থাকবেন কোট কোটি মানুষের হৃদয়ে।
আমারা সবাই মঈদুল সাহেবের জন্য শোকাহত এবং তার শোক সন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।
১৯৩৬ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগোনায় মঈদুলের জন্ম, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় বন্ধুদের সাথে কফি হাউজে আড্ডা দিতেন।১৯৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় তিনি কলকাতা ছেড়ে ঢাকায় আসেন।
উনি দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, সংবাদ, বাংলার বানী, ইনকিলাব পত্রিকায় সাংবাদিকতা করেন।