মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে ফরিদপুর জেলা যুবলীগ।কমিটি হওয়ার পর থেকেই ইতিবাচক কাজের মাধ্যমে প্রতিনিয়ত শিরোনাম হচ্ছে ফরিদপুর জেলা যুবলীগ।জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর স্বপ্ন কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে এবং ফরিদপুর(৪) আসনের জনপ্রিয় এমপি,যুব সমাজের অহংকার, বঙ্গবন্ধুর দৌহিত্র এবং কেন্দ্রীয় যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুপ্রেরণায় ফরিদপুর জেলা যুবলীগকে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত করা।সে লক্ষেই ফরিদপুর জেলা যুবলীগকে মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠা করতে ধারাবাহিকভাবে অসহায়,দুস্হ, বানভাসি মানুষের পাশে আছে জেলা যুবলীগ।
আজ টানা তৃতীয় দিনের মত বানভাসি মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখা। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সন্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ৪ আসনের জনপ্রিয় এমপি,যুব সমাজের অহংকার জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে
এবং ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জনাব জিয়াউল হাসান মিঠুর দিক নির্দেশনায় স্হানীয় নর্থচ্যানেল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ দুপুরে ফরিদপুরের পানি বন্দি নর্থচ্যানেল ইউনিয়নের একাংশের (৪ টি ওয়ার্ডের মধ্যে) বন্যা কবলিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। জেলা যুবলীগে এ উদ্যোগ বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে।