June 15, 2025, 2:29 pm

বউকে চমকে দিতে জমকালো জন্মদিন উদযাপন ফরিদপুরের রায়হানের

সাংবাদিকঃ
  • খবর প্রকাশিত সময়ঃ Thursday, September 1, 2022
  • 104 পড়েছেন:

বিশেষ প্রতিনিধিঃ

গতকাল(বুধবারে) ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের,মোঃ চানমিয়া শেখের পুত্র মোঃ রায়হান শেখের স্ত্রী সায়মা আক্তারের ২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের

আলিপ ফুড এ জমকালো এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে রায়হান-সায়মা দম্পত্তির আড়াই বছরের একমাত্র কন্যা সন্তান সহ বন্ধুমহল ও ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিল।

বউয়ের জন্মদিনের জমকালো এ আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে রায়হান শেখ বলেন,জন্মদিন যে কারো জন্য বিশেষ দিন।জীবন সংগ্রামে সুখ-দুঃখের সাথীর বিশেষ দিনটাকে বিশেষ করে রাখতে এবং প্রিয়তমা স্ত্রীকে চমকে দিতে স্বরণীয় এ আয়োজন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর এই ক্যাটাগরিরঃ