বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও কুইক রেসপন্স টিম এর সমন্বয়ক জনাব ফয়সাল আহম্মেদ রবিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সাথে তার সহধর্মিনী ২য় বারের মত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সত্যিকার অর্থে ফরিদপুরে করোনা মহামারীর মধ্যে যে কয়েকজন রাজনৈতিক ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত,খাদ্য সহায়তা থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ পর্যন্ত কাজ করে গেছেন তাদের মধ্যে ফয়সাল আহমেদ রবিন অন্যতম।ফরিদপুর জেলা,শহর,থানা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফয়সাল আহমেদ রবিনের রোগ মুক্তি কামনায় আজ বাদ আছর চক বাজার জামে মসজিদ, ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।