ফরিদপুর জেলার চর-ভদ্রাসন উপজেলা থেকে আবুল হোসেন মাষ্টার’ নামক আরও এক উজ্জ্বল নক্ষত্র ঝড়ে গেল(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল রাত ১০:৩০ মিনিটের দিকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। শুধু একটিমাত্র নাম নয়,এটি একটি রাজনৈতিক অধ্যায়।
তিনি চর-ভদ্রাসন উপজেলার দুই বারের সাবেক নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান, চর হাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয় পার্টি চরভদ্রাসন উপজেলা শাখা। গণমানুষের নেতা বিচক্ষণ রাজনীতিবিদ চর ভদ্রাসন উপজেলার রুপকার জনাব আবুল হোসেন মাষ্টার চরভদ্রাসন উপজেলাবাসী কে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে।
তিনি শুধুমাত্র চর-ভদ্রাসন উপজেলার সাবেক সফল চেয়ারম্যান’ই ছিলেন না, তিনি ‘চর-ভদ্রাসন উপজেলার রাজনীতির মাষ্টার ছিলেন। তার কৃতিত্ব সামান্য দু-‘চার লাইন লিখে শেষ করার মতো নয়।
আজ চর-ভদ্রাসন উপজেলাবাসী এক রাজনৈতিক মহান অভিভাবক হারালো।সকলের কাছে এই ক্ষনজন্মা রাজনৈতিক ব্যাক্তির মাগফেরাতের জন্য দোয়া চাচ্ছি।