June 15, 2025, 3:19 pm

গেরদা ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন শাহ্ মোঃ এমার হক

সাংবাদিকঃ
  • খবর প্রকাশিত সময়ঃ Tuesday, June 20, 2023
  • 108 পড়েছেন:

গত ১৬ ই মার্চ ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল সংখ্যক ভোটৈ বিজয়ী হন শাহ্ মোঃ এমার হক।তারপর থেকেই সর্বত্র বিচরন ইউনিয়নের সাধারণ মানুষের সাথে।
চেয়ারম্যান শাহ্ মোঃ এমার হক ইউনিয়ন পরিষদে বসবার পর থেকে ব্যাপক পরিবর্তন এনেছেন।২০০ টাকা জন্মনিবন্ধন ফি এখন ১০০ টাকা করেছেন। এরকম ভাবে অন্যান্য সেবা প্রাপ্তি সহজতর করেছেন।তিনি প্রায়শই বলেন,আমার ইউনিয়ন পরিষদ থেকে চাওয়া পাওয়ার কিছু নেই।আমার ইউনিয়ন বাসী ভাল থাকলেই আমি ভালো থাকব।

খেলাধুলা সামাজিক অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান সব জায়গাতেই সরব উপস্থিতি রাখেন শাহ্ মোঃএমার হক।এরকম জনবান্ধব চেয়ারম্যান পেয়ে ইউনিয়নের সাধারণ জনগণও খুব খুশি। প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ইউনিয়নের কেশব নগর গ্রামের ফরহাদ মল্লিক বলেন, ইতিমধ্যে শাহ্ মোঃ এমার হক ইউনিয়ন জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল হিসেবে আসিন হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর এই ক্যাটাগরিরঃ