আমার আব্বাজান একজন সাদা মনের মানুষ।গত দেড় বছর হয়। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে,, আমাদের এতিম করে চলে গেছে পরোপারে।আর কোন দিন পাব না। কোন দিন দেখব না। স্বার্থহীন অসীম ভালোবাসা। আব্বাজান !!যেদিকেই তাকায় সেদিকে আপনার গড়ে তোলা,, মসজিদ, ঈদগাহ,স্কুল, গোরস্থান, হাসপাতাল, বাজার । বিশাল জায়গা ঘিরে প্রকৃতির মাঝে পুকুরসহ বাসস্থান।সবি যে আপনার সাজানো।সব আছে নেই শুধু আপনি, আব্বাজান।কেউ পথের দিকে তাকিয়ে থাকে না। কেউ আর আমার জন্য, অপেক্ষায় থাকে না।সবই তো আছে!! নেই শুধু আপনি, আব্বাজান!!বুকটার মধ্যে শূন্য হা হা কার,চিন চিন ব্যথা। কাউকে বলতে পারিনা।ভার হয়ে আসে দীর্ঘশ্বাস, রুদ্র কন্ঠস্বর, বলতে পারি না। অজান্তে চোখ ভরে যায় ,লোনা পানিতে। মসজিদ থেকে যখন, জানালা দিয়ে দেখি ,ঐ সেই কবরে আপনি,, আব্বাজান!!! চিরনিদ্রায় শায়িত আছেন। তখন মনে হয়,, বিধাতা যদি একবার দেখাত, আপনি ঐ পাড়ে কেমন আছেন!! আব্বাজান।, বড় বেশি মনে পড়ে,, ভুলতে পারি না। চিরবিদায়ের কিছু আগে,, আমার গলায় হাত দিয়ে টেনে,, আপনার মূখের মূখ মিশিয়ে,, শেষ বারের মতো আদর দিয়েই চলে গেলেন। ভুলতে পারি না। সেই আদর ঘ্রাণ যেন স্বর্গের,। আজও আমার অনুভূতি লেগে আছে,, আপনার! হে আব্বাজান!!! স্বর্গের সেই সুগন্ধি।কি মায়া, কত আদর,এত গভীরে হৃদয়ের স্পন্দন।
হে সৃষ্টি জগতের বিধাতা!! আপনার বিধান,, যখন এমনি!!
তাহলে আপনার নিকট আমারি প্রার্থনা,,,
রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানী ছগিরা!!!!